মঙ্গার বাসন্তী আজ কোথায়
যেখানে ছিল তথায়,
ঘূর্ণি পাকে বাসন্তীরা সেখানেই রয়
গুনী জনেরা চিন্তায় নানা কথা কয়।
মঙ্গার বাসন্তী আজ কোথায়
দারিদ্র্যের দূষ্ট চক্রে আবদ্ধ তারা রয়,
উন্নয়নের ফুল ঝুড়িতে নানা বর্ণনা হয়
ভাগ্যের অন্বেষণে কর্মের উত্তাপে তাদের উন্নতি হয়।
মঙ্গার বাসন্তী আজ কোথায়
বাসন্তী জেলে পাড়ায়ই রয়,
অবহেলা -অনাহারে আর বস্ত্রহীন নয়
উন্নয়ন কৌশল আর পদক্ষেপ তাদের সাথে রয়।