খেলো তুমি
খেলনা আমি
এটাই চিরাচরিত,
নৈঃশব্দ্যের বিনয় সামলে খেলো
তোমারই জয়
বেদনার চোখে তুমিই পছন্দসই
পা পিছলে না হও পরাজিত!
খেলনার সুখ খেলায়
কার চোখে জল
কার চোখে চাঁদ
তার না আছে থুরাই কেয়ার,
খেলায় খেলনার কারিকুরি
নির্ধারকের কাঠি,
নির্বার হলে তোমারই বিদায়।