ভোঁতারে শান তুলছে ধার
কামার বাড়িতে বেড়েছে ব্যস্ততা, হাঁক
লোহা লক্করের ঠুকাঠুকি,
জ্বলন্ত কয়লায় রাঙা রড
হাতুড়ে আদর, তৈরি হচ্ছে
ছুরি, চাকু, ছোরা, রামদা, চাপাতি
সবই কোরবানির প্রস্তুতি,
হাটে হাটে হেঁটে হেঁটে
ইদানিং ই -মার্কেটে চতুষ্পদের খোঁজ
কারও বা গৃহপালিত অতি আদুরে,
তাকওয়ার পরীক্ষা স্রষ্টার তুষ্টি অন্বেষে।
প্রিয় বস্তুর ত্যাগ কোরবানি,
তার আগে চাই নফসে আম্মারার বলি,
চাই নাশ ঘুষখোর পুলিশী,
অসভ্য স্যার, আমার মাঝের
বেঈমান দুর্নীতিবাজ, মামদোবাজি
সুক্ষ্মতা রেখে চিকনের খোঁজ
চিকনে ফাঁক ফোঁকরে কার্যসিদ্ধি
আত্মভরিতায় নফসে খোশ,
চুগলখোর, লোভ, অন্যায় দেখেও চুপ
নির্লজ্জ সভ্যতার প্রবৃত্তি।
চতুষ্পদে হিংস্রতা নয়
চালাই সবাই আত্ম পশুত্বের গলায় ছুরি
এ পথেই আসুক আশরাফুলের শুদ্ধি,
স্রষ্টা কবুল করুক এ কোরবানি।