ভাষা সংগ্রাম

চারিপাশে মৌ মৌ সুবাস
চালতার গাছে মধুকরের বাস,
মধু সিঞ্চন বাতাসে তার রসায়ন
দিবসের অস্তিত্ব বিড়ম্বনায়
টগবগে রক্তে মিশে
রজনীর মিষ্ট বাতাস
বায়ান্নে ফাগুণের সে সকাল!
ভারত সাগরে সোনামির ঢেউ তুলে_
রাজনীতির রাখাল রাজা কারাগার অনশনে
ড. শহীদুল্লাহ, কাসেম, মোতাহের, দত্ত
গাজী ভাই, মাহবুব, শামসুল, মতিনদের
প্রাণে গাঁথা সোনার বাংলার প্রেমে
কাঁপিয়ে দিলো হিমালয়;
লাটিম ফুল-আমের মুকুল
হলদে বন্ধুত্ব,
লোকারণ্য হলো প্রাচ্যের অক্সফোর্ড প্রাঙ্গণ,
বেলা বাড়ার উত্তাপে
প্রখর শ্লোগান_
‘রাষ্ট্রভাষা বাংলা চাই’
অশ্লীল নিষিদ্ধতা ভাঙ্গার
দীপ্ত পদচারণ;
হায়েনার থাবায় ঝরে পড়ল কৃষ্ণচূড়া
হলদে ফুলও রক্তাভ
রক্তাক্ত রাজপথ_
প্রাণ দিলো, রক্তাক্ষরে মায়ের ভাষার সম্মান
রফিক, শফিউর, সালাম, বরকত, জব্বার;
রাজপথে ঢেউ, বর্ণমালায় তারুণ্য
এলো বিপ্লব, বাঙ্গালি জাতীয়তাবাদ
বাংলাদেশের অভ্যূদয়।

ইতিহাসের গৌরবগাঁথা
গ্রাস করতে উদ্ধত
গভীর কালো ছায়া
নষ্ট মোহ ছড়ায়
আত্ম-সংস্কৃতি রুগ্ণ প্রায় অবজ্ঞা অবহেলায়;
আপন তাচ্ছিল্য সুবেশ ভেবে
চলছে ভিন্ পোষণ,
শোষণ-বঞ্ছনা-বিভেদ
আমাদেরই ঘরে করে বসবাস,
বখে যাওয়া এই আমাদের জন্য
সোনার ছেলেরা কভু করেনি
আত্ম বলিদান।
জাগো হে আত্ম শিকড় চেতনায়
আজও শেষ হয়নি
অগ্রজ খুনে মহিমান্বিত
ভাষার সংগ্রাম।