বিনিদ্র রজনী করিডোরে ছড়িয়ে পড়া জ্যোৎস্না
আকাশে টুকরো মেঘেরা বসিয়েছে মেলা
বসে বসে মনে পড়ে সেই পুরনো দিনের বেলা
তুমি আমি জেগে জেগে খেলেছি কত কথার খেলা ।।
এলোমেলো ভাবনায় তোমার মায়াবী চোখের ছায়া
মনের গভীরে লুকিয়ে থাকা তোমার সুন্দর মুখের মায়া
মৃদুমন্দ জ্যোৎস্না মাখা সমীরণে ভেসে আসা শিউলির সুবাস
অবশান্ত মনে জাগে তোমাকে কাছে পাওয়ার স্বপ্ন আভাস ।।
সে আভাসে আমি ভেসে যাই তোমার হাত ধরে ঘুরে বেড়াই
উড়ে যাই ভেসে ভেসে ওই দূর মেঘের দেশে
কোনো সত্য নাই কোনো বাস্তব নাই সবই হয়েছে শেষ
আছি সুধু তুমি আর আমি ম্লান জ্যোৎস্না, অবসান হয়েছে সকল ক্লেশ ।।