আমি সদা কোন না কোনো বৃত্তের আবর্তে বাধা
আমার কর্মকাণ্ড সে সব বৃত্তের গণ্ডি অতিক্রমে অসামর্থ্য
আমার ইচ্ছা বা মনস্কামনা সীমাহীন গণ্ডি ছাড়া
আমি পরিকল্পিত সীমাবদ্ধ ইচ্ছা টুকু প্রকাশ করি
আমার অপ্রকাশিত চিন্তা টুকু গোপনে অন্তরালে রাখি ।।
সংসার আমাকে ভালোবাসার গণ্ডিতে বেঁধে রাখে
সমাজ আমার সংসারের গণ্ডি কে নিয়ন্ত্রণ করে
প্রিয় জনের ভালোবাসা আমাকে মায়ায় বেঁধে রাখে
ধর্ম আমার কামনা বাসনা নিয়ন্ত্রণে সচেষ্ট হয় ।।
মাঝে মাঝে সাধ জাগে সব বাধা পেরিয়ে যেতে
মনের লাগাম খুলে ইচ্ছা টাকে অনাবৃত করে দিতে
আমি পারিনা, আমি হেরে যাই, পরাজিত হই
ভালবাসার কাছে সযতনে বন্দি থাকা ই আমার আনন্দ ।।