একা বড় একা
শত মানুষের ভিড়ে আমি একা।।
চারিদিকে ব্যস্ততা কোলাহল
বাদানুবাদ মতৈক্য মতান্তর বুঝাপড়া
যুদ্ধ ধন্দ খুনাখুনি হত্যা
জয়ের নেশার উন্মত্ততা
মমতা ভালবাসার আকাঙ্ক্ষা
ভোগের উল্লাস পাওয়ার তৃপ্ত তা
হারানোর শোক বিচ্ছেদের বিষণ্ণতা।।
জীবনের গতি ধেয়ে চলে চিরন্তন
অন্তিমে র পথে মিলিয়ে যাবার তরে
আমি আজ জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে
জির্ন বিধস্ত পরাক্রান্ত
অতি প্রিয়জন করুণা ভরে
চেয়ে দেখে খনিকের তরে
তারপর মিশে যায় জীবনের স্রোতে।।
আমায় জড়িয়ে থাকে নিস্তব্ধতা একাকিত্ত
আমি বসে প্রতীক্ষার দিন গুনি
ফেলে আসা স্মৃতির জাল বুনি।।