সুনয়না তুমি ফিরে আসো
তুমি না এলে হৃদয় বিমর্ষ
গগন ধূসর মেঘে ঢাকা
গুমরে কাঁদে মন ধরণী ফাঁকা।।
তুমি না এলে বহতা নদী
থেমে থাকে চলা ভুলিয়া
ঘাটে নাও বেঁধে উদাসী মাঝি
বসে থাকে দাঁড় তুলিয়া।।
তুমি না এলে ডালে বসা পাখী
নীরবে ঝিমায় গান ভুলিয়া
বাগানে কলিরা উঠে না ফুটিয়া
ভ্রমরের গান শুনিয়া।।
তুমি এলে ধরণী উঠিবে জাগিয়া
দূরের আকাশে এক ফালি চাঁদ
উঠানে ছড়ানো কোমল জুৎসনা
হাতে হাত রেখে নীরবে বসিয়া
চোখে চোঁ খ রেখে রহিব চাহিয়া।।
তুমি এলে যতো কথা মোর
তোমারে ঘিরিয়া রয়েছে জমানো
কানে কানে শুধু কহিব তোমায়
থাকিবে হৃদয়ের মমতা মাখানো।।
তুমি এলে বসে মোর পাশে
যদিবা আলতো ছুঁয়া র পরশ
বুলাও আমার আকুলিত দেহে
আমার হৃদয় লুটাইয়া দিব
তুমার হৃদয়ের মাঝে।।