যা দেখি তাই ভালো লাগে
হৃদয় আমার রিনিঝিনি বাঝে।।
পাঠশালা তে অনিমাকে প্রথম দেখে
হৃদয় আমার কেঁদেছিল খেলতে তাহার সাথে
পুতুল খেলা চললো কদিন
তার পরতে ঝগড়া বেঁধে
থাকলাম কদিন অনমনাতে।।
তার পরে তে অনুরাধা আসলো যখন
চমক দেয়া সাড়া নিয়ে
বেশ কটা দিন তাঁর ও সাথে
কাটলো আমার আনন্দেতে
তারপরে তে পীযুষ এসে ভিড়ল মোদের দলে
অনুরাধা পীযুষ মিলে ভেঙ্গে দিলো সে খেলাঘর
রইলাম কদিন অবসন্ন মনে।।
আর কটা দিন পরে একটু একটু বেড়ে উঠার সাথে
কতো ফুলের আলতো ছোঁয়ায় মনটা আমার ক্ষণিক দোলায়
উঠেছে দোলে একটুখানি আমার করে নিতে।।
তার পরে তে কবিতা এসে ছড়ার জগৎ বদলে গেছে
কবির রঙে মনের সাথে দেহ এসে যোগ দিয়েছে
ভালো লাগার খেলার সাথে পরশ পাওয়ার স্বাদ জেগেছে
লজ্জা এসে কখন কবে খেলার মাঝে যোগ দিয়েছে।।
সুনয়না লাজুকলতা কাজরী আর বাসন্তী রা
হৃদয় দুয়ার আলতো ছুঁয়ে একটুখানি নাড়িয়ে গেছে
মনের বনে অনেক কুসুম বিন্দু বিন্দু দাগ কেটেছে
বিচিত্র মন সব পুরাতন মুছে ফেলে নিত্য নতুন ছবি আঁকে।।