মুহূর্ত রচিতেছে জীবনের মালা
বয়ে আনে কতো বইচিত্রময়তা
ক্ষণগুলি ফুটে উঠে বুঁদ বুঁদ সম
রেখে যায় আনন্দ আর দুঃখের দোলা।।
সময় ছুঠেচলে রেখে যায় পদচিহ্ন
কখনো হৃদয়ে রক্ত ঝরায়
কখনো আনন্দের আবেশে দোলায়
প্রতিটি জীবনকে করে একান্ত অভিন্ন।।
জীবন ডাকিয়া বলে একটু দাঁড়াও
সময় হাসিয়া বলে দাঁড়াবার অবসর নাই
আদিকাল থেকে আমি ছুটিয়া চলি
আর নতুনের পরিসর জাগাই।।
কুসুম ফুটিয়া উঠে দিনের প্রকাশে
বিকশিত হয় সৌন্দর্য বিলায়
দিনান্তে নিঃশেষিত হয়ে ঝরে
নতুন মুকুলের ফুটে উঠার তরে।।
বসন্ত আসে কত বিচিত্র রঙ্গে রাঙায়
গ্রীষ্মের খররুদে সাজায় ধূসর সাজে
বর্ষার বারী ঝরে অঝোর ধারায়
ধরণীতে প্রস্তুতির প্রতিশ্রুতি জাগে
শরতের আগমনে ধরণীর রূপ
হেমন্তের শিশিরে বদলে যায়
শীতের কুয়াশা আর হিমেল হাওয়া
হেমন্ত কে বিদায় জানায়।।
জীবন জাগিয়া উঠে বিকশিত হয়
সময় বহিয়া চলে জীবন ফুরায়
সময় ছুটিয়া চলে পুরাতন হারায়
নূতনের আগমন বয়ে চলে এই ধারায়।।