তুমি কী এখনো পড়
আমার কবিতা?
তুমি কী এখনো ভাবো
আমার সে কথা?
তুমি কী এখনো একলা চলো
খোলা কালো কেশে?
তুমি কী এখনো কথা বলো
একটু মিষ্টি হেসে?
আজো তোমায় মনে পরে
আর দু চোখে অশ্রু ঝরে।
এখনো মোর মনে জাগে তোমার মমতা।
তুমি কী এখনো দেখো
ভোরের অরুণ রবি?
তুমি কী এখনো আঁকো
গোঁধুলির সেই ছবি?
তুমি কী এখনো গান গাও
আমার করা সুরে?
তুমি কী এখনো নৃত্য করো
পায়েল পায়ে পরে?
আজো তোমার জন্য কাঁদি
নিজেকে ভেবে অপরাধী!
এখনো আমার বুকে জাগে বিরহ ব্যাথা।
তোমার সঙ্গে শিশির সকাল
কেটেছে কত মধুর-
নীরবে জড়িয়ে একটি শাল!
ঐ বাঁধা ভেঙ্গে বসন্ত বিকাল
কেটেছে কত মধুর-
তৃষা ভরে তোমার প্রণয়-জল!
তোমার অঙ্গে কমল বরষা
জাগায় কত লাজের পরশা!
আজো তোমার ভালোবাসা
মেটায় আমার পিয়াসা।
আমি মানতে পারি না তোমার শূন্যতা।