পাথরের আঘাতে ভাঙে না হৃদয়
কেন কথায় ভাঙে এই মন,
দূরের মানুষ ভালোবাসে আমায়
অভিমান করে কেন আপন জন!
কেন এত অবহেলা কেন এই অপবাদ
কেন এই অস্তবেলা কেন এত দুঃসংবাদ
তোমরা যতই বলো,
কষ্ট আর যায় না সওয়া; প্রাণ আমার অবসাদ!
যত স্বপ্ন আমার সব ভাসে নয়ন জলে
যত ইচ্ছে আমার ভুলেছি তুমি চাওনি বলে!
তুমি কি দেখবে আর-
দহণে পুড়ছি আমি যেমন পোড়ে সবুজ বন!
তোমরা থাকো ভালো তোমাদের মতই চলো
এ চোখে সন্ধ্যা হলো আমাকে বিদায় বলো
যদি পরো ক্ষমা করো
যখন ভোরের রবি আর আমায় দেবে না আলো!