আহা, এই বসন্তে-
তোমার খুশবু এসে লাগে
আমার গ্রাণে।
তোমার ওই পায়ের ধ্বনি
মনে চায় আরো শুনি;
তোমার ওই লাজুক অনুরাগে
নিপুন প্রণয় জাগে
আমার প্রাণে!
আমিও নেচে উঠি,
আপন মনে ছুটি
তোমার গুন গুনাগুন গানে।
তোমার হাসি ভরা মুখে
কেন তাকাও আমার চোখে?
দেখে ওই কাজল আঁখি
আমিও স্বপ্ন আঁকি
আমার মনে।
তুমি কী এমনি হাসো?
না আমায় ভালোবাসো?
বলো মোর কানে কানে।
তোমার ওই রূপের জাদু
করবে পাগল আমায় শুধু;
তুমি কী বলবে কথা?
চলবে কী পথ-
আমার সনে?