রমণীর সুখ বিলিয়ে দিয়ে পুরুষ করেছে মহান
রমণীর প্রেমে ছন্দ পেয়েছে কবি, সুর পেয়েছে গান।
রমণীর আদর সোহাগে এ সংসার ভরে গেছে সুখে
রমণীর ভালোবাসায় পুরুষ কষ্ট ভুলে যায় দুখে!
রমণীর পরশে এত সুন্দর হয়েছে সারা জাহান
রমণীর অনুরাগ পেতে বিশ্বে কত যুদ্ধ অভিযান!
তোমার কোলেই মায়ের আদর বোনের সোহাগ মাখা
রমণী, তোমার ছোঁয়ায় সিক্ত মন; তুমি জীবন সখা!
তোমার কোলে হতাশা ভোলার সুখের স্বপ্ন ভরা
সব ভুলিয়ে যেন চির আপন তোমার মায়ার ধরা।
তোমার কারণে বাঁকা হয়ে চলে জীবনের সরল রেখা
দহণ পাপে কত পুরুষের মুখে যায় না হাসি দেখা!
রমণী কেন মায়ের কোল থেকে কেড়ে নেয় প্রিয় সন্তান?
কেন ভায়ে-ভায়ে বিবাদ, ভেঙে দেয় সুখের একতান?
পুরুষের মাথা নষ্ট করে কেন রমণী উড়ায় কেশ?
রমণীর লালসায় দিনে দিনে পুরুষ হচ্ছে নিঃশেষ!
কেন রমণীর মন ভেঙে দিয়ে পুরুষ হয় পাশান?
মিথ্যে রমণীর গোপন প্রণয় সংসার করে শ্মশান!
রমণী, তোমার প্রণয় ভরে দাও এই অশান্ত বিশ্ব
তোমার প্রেম অনুরাগ ছাড়া যেন সারা পৃথিবী নিঃস্ব!