গাও খানি মোর সুখে ভরা
ফুল পাখি ভোর মন হরা।
কাঁচা রোদ শান্ত প্রভাত
অলি গানে করে যে মাত।
ঘুম ভেঙে সব ব্যস্ত কাজে
যেন নব বধু মরে লাজে,
যত দস্যি ছেলে ফন্দি খোঁজে
ভয় ছড়াবে সবার মাঝে।
বালা- ঝরা ফুলে মালা গেথে
লাজ ভাঙে চায় প্রিয়া হতে।
আর স্বপ্ন দেখে দিনে রাতে
সে বন্ধু হবে দোষ কী তাতে!
ঐ সাদাসিধে রাখাল ছেলে
বাজায় বাঁশি রোজ বিকেলে।
দুপুর বেলা পুকুর ঘাটে
সবাই যেন নাইতে জোটে।
পাকা ধানে ভরা খেত দেখে
ধরে না সুখ কৃষাণ চোখে
হাসি ফোটে ঐ মলিন মুখে
যেন স্বর্ণ দোলে স্বপ্ন মেখে।
১৮/০৫/১২