তোমার একটু দেখা হৃদয়ে মম-
সিন্ধু সলিল, সুধাসম!
কত দেখি পল্লি বালা
রূপসীর রূপের খেলা
মোর কাছে তোমার হাসিই প্রিয়তম!
তোমার ও কাজল আঁখি
লাজে যেন মাখামাখি,
এত হরষ জাগে
এত ভিরু লাগে
দিঘির জলে যখন তুমি নামো।
তোমার ও চোখের ভাষা
যেন মোর মনের ভাষা,
যে ফুল গন্ধ ছড়ায়
যে চাঁদ মন ভরায়
সেসব রূপ যেন তোমার সম।