আজ এই শ্রাবণ ঝরণে কানন কুঞ্জ বনে
হেটেছি তোমার সনে
বৃষ্টি ভেজা ঐ চরণে এ আঁখি মন হরণে
বাধা নেই নিরজনে।
তোমার ওই মায়া-মুখে
পরশ বুলায় শ্রাবণ সুখে
দেখে ওই ভেজা আঁখি
কী করে মন বেঁধে রাখি
হারিয়ে যাই শ্রাবণ বানে।
ভিজে যায় তোমার আঁচল
মুছে যায় বিন্দু কাজল
গায়ে মেখে শ্রাবণ বারি
এত পথ দিচ্ছো পাড়ি
কি যায় আসে বলো মন বারণে!
থেমে যাও শ্রাবণ ধারা
সখি আমার ভিজে সারা
লাজে ওই যাচ্ছে মরে
পথ যানি আর কত দূরে;
আমার সুখ সখির মন হরণে!
[ইকবাল পুর, কলকাতা, ০৫/০৮/১৮]