এই শরতে তোমায় পেতে
করো না বারণ,
দেখো, শুভ্র হয়ে গেছে
পুরোনো কাশ বন।
তবে তুমি কেন নয়!
এই শিউলি শিশির ভোরে
দেবো আমি কুড়ে-
সকল ঝরা ফুল।
ওগো, দাও না আঁচল পেতে-
আমার আঙিনায়!
এই টগর বেলি জবা
যেন তোমার অঙ্গভোভা,
তুমি গন্ধ-মাধবি।
আহা, তোমার সুখের হাসিতে
পদ্ম লাজে মরে যায়!
শরতের সাদা মেঘে
ও নীলের অনুরাগে
তোমায় ভরাভো সখি।
নদীর বুকে জ্যোৎস্না রাতে
চাঁদ ভাসুক তোমার গায়!
এই শারদ সন্ধ্যা রাত
তোমার কোমল হাত
আর একটু প্রণয় ক্ষণ;
না হয় শিশির মাখা প্রাতে-
দুজন হাটবো খোলা পায়!
[১০/০৯/১৯]