এই ক্ষণ ক্ষণে শ্রাবণ ঝরণে
সখি, তোমারে পরেছে মনে।
এই একা বসে থাকা
ওই আকাশ মেঘে ঢাকা
মন বসে না আমার
প্রিয়, মন বসে না তুমি বিহনে!
দুজন বসে একই সাথে
সবুজ বনে আঁখি পেতে
ইচ্ছে করে শ্রাবণ ধারা-
দেখি এই লগনে!
এই বৃষ্টি- কানন এত ভালোবাসে
সেই সুখ জানায়- দোলা বাতাসে
তুমিও সখা দাও না দেখা,
জাগাও হরষ আমার প্রাণে!
তুমি যদি এসো এই বিকেলে
সখি, তুমি যদি হাসো বারি-জলে
তবে আমি চেয়ে রবো, মুগ্ধ হবো-
তোমার ভেজা চরণ নাচনে!
[ইকবাল পুর, কলকাতা, ১১/০৮/১৮]