আমারে তুমি ঘৃণা করো,
চলে যাও, চলে যাও!
মোর হাত নাইবা ধরো,
তবে কেন ব্যাথা দাও?
প্রিয়, দূরে চলে যাও!

আমি এত বিরাগ ভরা;
খুঁজে নিও নতুন ধরা।
প্রণয় পাবে চির সুখ,
ম্লান করো না চাঁদমুখ।
সুখি হও, সুখি হও!

সহে না এই অভিমান
আঘাতে ক্লান্ত এ পরান।
তোমার মধু স্মৃতি সুখে
অশ্রু ঝরে আমার চোখে!
সখি, দূরে চলে যাও!

নিপুণ রূপে, মিষ্টি সুরে
এত আঘাত রাখো পুরে!
আমার আঁখি সিক্ত দেখে
তোমার মনে হর্ষ মেখে
কত সুখ বলো পাও?

১৫/০৪/২০