আমি তোমায় রেখে কত দূরে
কেমন করে মন,
বারে বারে চোখে ভাসে
তোমার সবুজ বন।
তোর মিষ্টি সকাল তপ্ত দুপুর
ব্যস্ত বিকেল বেলা
পদ্ম তোলা মত্ত-মাতাল
দিঘির জলে নই-খেলা;
খুব পরছে মনে শোন!
তোমার ভোরের হাওয়া
ফুলের সুবাস
দোয়েল পাখির গান
অলির প্রেমে পরাগ ছোঁয়া
প্রথম রৌদ্র স্নান
এত ভরায় আমার মন!
তোমার সন্ধ্যা নামা গ্রাম
তোমার জ্যোৎস্না মাখা রাত
মন হরা ওই বেলির গন্ধ
শান্ত শীতল বাত
চাই পেতে চাই সব
চাই পেতে চাই এখন!
[ইকবাল পুর, কলকাতা, ০৮/০৮/১৮]