আমরা এখন কথা বলি না
যেভাবে আগে বলতাম ।

আমরা এখন ভালবাসি না
যেভাবে আগে বাসতাম ।

শুনলাম তাকে তুমি পেয়েছো
যাকে তুমি চাইতে !
আশ্চর্য হই কিভাবে পেরেছো
আমাকে ভুলাইতে ?  

কেন আমি পারিনি আগাতে
তোমাকে ভুলাইতে !
যত সহজে তুমি পারলে
আমাকে ছাড়তে ?

সবই কি ছিল প্রতিশোধ
নাকি অল্প কিছু !
করলে না কেন প্রতিবাদ
প্রেমে পাওনি কিছু ?

তাই,

আমরা এখন দেখাও করি না
যেভাবে আগে করতাম ।
আমরা এখন একসাথে চলি না
যেভাবে আগে চলতাম ।

তবে লজ্জার বেপার কি জানো ?
তোমায় এখন ভুলতে পারছি না,
সবে চেষ্টার শিকল ধরে টানছি
তবুও আঘাত মুছতে পারছি না ।

হ্যাঁ আমি কাঁদছি তোমাকেই ভাবছি
তাও তোমার স্মৃতি চাই না ।
হ্যাঁ আমি ডাকছি নিজেতেই জ্বলছি
তাও তোমার দেখা চাই না ।