আমি হাসতে চেয়েও
হাসতে পারছি না
এটার নাম
জীবন হতে পারে না
হাসছে ভিতর কেও থামাতে পারছে না

আমি ভাবতে চেয়েও
ভাবতে পারছি না
এটার নাম
জীবন হতে পারে না
ভাবছে ভিতর কেও থামাতে পারছে না

আমি কাদঁতে চেয়েও
কাদঁতে পারছি না
এটার নাম
জীবন হতে পারে না
কাদছে ভিতর কেও থামাতে পারছে না

আমি বাচঁতে চেয়েও
বেঁচে থাকতে পারছি না
এটার নাম
জীবন হতে পারে না
ডাকছে জীবন কেও থামাতে পারছে না

আমি মরতে চেয়েও
মরে যেতে পারছি না
এটার নাম
জীবন হতে পারে না
ডাকছে মৃত্যু কেউ থামাতে পারবে না