হে আনিকা ফিরে এসো
আবার আমায় ভালবাসো

ভুলিয়ে দাও ভুল আমার
বারিয়ে দাও হাত তোমার

আবারও চলি এক হয়ে
স্বপ্ন গুলো বুকে নিয়ে

কথা দিলাম কষ্ট দিবনা
কারন তুমি ছাড়া পূর্ণ হবনা

রাগে তোমায় কথা শুনাই
পরে ভাবি ভুল করলাম হুদাই

হে আনিকা ফিরে এসো
আবার আমায় ভালবাসো

অনেক দুরে রইয়ো না-গো
তুমি আমার প্রিয় ও-গো

তোমার কথা শুনবো আমি
করবো না আর রাগারাগি

আজে-বাজে ঝগড়া শেষ
জীবন হবে রঙিন বেশ

আহ্লাদ করে রাখবো তোমায়
এবার বলো বিয়ে করবে আমায় ?