নতুন করে লেখছি পুরনো কবিতা
জমাট গুলো ভেঙে দিতে চাই,
কাঁদতে যেহেতু হবেই আমায়
ভুল গুলো কবিতায় লেখতে চাই ।
মনে পরলে তোমায়
কবিতায় খুজবো আবার,
বিরহে দিন কাটাবো
আঁধারে ডাকবো আবার,
স্মৃতির প্রশ্ন নিয়ে তোমার উঠানে
অবেলায় দাড়িয়ে আছি,
উঁকি দিবে কখন এই আমার দিকে
ভেবে ভেবে শুধু কাঁদছি,
আর নিজেকে নিয়ে নিজের ভুল গুলো ভাবছি
ভাবছি সেই দিন গুলোর কথা !
তখন কি বুঝ নাই আমি তোমার কাল ?
আমি তোমায় ভালোবাসি না !
আমি সার্থপর আমি বেইমান !
ওহে প্রিয় তোমার কি নাই ইমান ?
এতদিনে এটাই চিনলে আমায় ?
আমি নাকি বেইমান !
না আমি বেইমান না ।
আমি কিছুটা ভিন্ন
সবার থেকে আলাদা,
আমি আগে ভুল ছিলাম
এখন বুঝি সবার মর্যাদা ।
তাও এখন একে একে সব হারাচ্ছি
তোমাকে হারিয়ে দিয়েছি
এখন নিজেকে খুজছি,
আর বুঝচ্ছি আমি এখনও ভুল
তবে আমি বেইমান না
আমি বেইমান না ।