চিত্র যাহা বলছে
তাহা লিখে কি আর করি ,
মিত্র যাহা করেছে
তাহা শব্দে কি আর বলি ।
নিত্যৃ নতুন স্বপ্ন স্রোতে
পুরনো স্মৃতি জাগছে কেন !
অশ্রু কোনে ঢেউ তোলে
হ্রদয় তবে কাদঁছে কেন !
হাসছে কেন ও-ই ফুল
যাহা সুবাসিত আর হবে না ,
ডাকছে কেন ও-ই চোখ
যাহা দেখা আর দিবে না ।
পাহাড় চিরে চলে যাচ্ছে
ঐ নদী স্রোতের ধারা ,
কাহার খোজে দিন চলছে
জানিও না-গো তাহা ।
বাঁচার পথ পারি দিতে
ধুকছি ক্লান্ত,হয়ে অনিদ্রা ,
তাহার খোজে ব্যস্ত
যদিও আর দেখা দিবিনা ।
বা-পাজরের আঘাত শুখিয়ে
দিনের পরে রাতের মেলা ,
আর কিছু দিন বাকি আছে
শুরু হবে কবরের খেলা...