নতুন শহরে এসে আজ আমি একা
আপন বলতে অনেকেই আছে,
তবুও আমি একা,

এই গলি সেই গলি অচেনা সব গুলি
সব শেষে ঐ পুকুর পারে,
বসে আছি একা,

আহ্....
যদি তুমিও সাথে থাকতে
আর একাকীত্ব লাগতো না কিছুই
হাতে হাত রেখে বসে থাকতে
মনের কষ্ট বলতাম তোমায়
আর অচেনাও লাগতো না কিছুই ।

আহ্ আফসোস....
তুমি সাথে থাকতে.....!!
তবে তুমি সাথে থাকতে কিভাবে ?
তুমিতো আমাতেই নেই
আছো শুধু আঘাতেই ।

বহুদিন হয়ে গেল নাই তোমার দেখা
স্মৃতি গুলোই রয়েছে এখনও
তাই আমি একা ।

নতুন শহরে এসে আজ আমি একা
চাই না কোন আপন নামের দেখা
ভালবাসতে শিখছি নিজেকে
তাই ভালোই আছি একা।