যেমন করে সমুদ্রে সোনা ছড়ায়
সূর্যের রক্তিম আলো ___
আর যেমন করে জেলেরা
সব, সমুদ্রে ছুটে যায়
জীবন বাঁচানোর টানে |

তা তুমি বোঝ না |
আমি  জানি, তুমি এভাবে ভাব না,
আমার ভালবাসা তেমনই,
তুমি বোঝনা |

নাহ্!! সংসার করার স্বপ্ন দেখিনা ___
শুধু যদি একটু, একটু সময় দিতে ||

আমি শুধু জানতে চেয়েছিলাম তোমায় |
এ ফাঁকে তুমিও কিছুটা জানতে আমায় |

আমি জানি , আমরা আলাদা মানুষ __
আমাদের জগৎ আলাদা, স্বপ্নও আলাদা |
তবে  তুমি যে আমার জীবনে সূর্যের রক্তিম আলোর মত ছড়িয়ে |

জানি,আমি বেশি ভবি , বেশি অনুভব করি __
আর তাই হয়ত বেশি কষ্ট ও পাই |