এক গুচ্ছ জমাট বাঁধা মেঘের কাছে
আমার ব্যাকুল আবেদন।
হয়ত বৃষ্টি হয়ে নামলে সব
সরে যেত, মরে যেত।
তবে আমি পারিনি,আমি পারছি না।
বর্তমান এ, আগামী কে আঁকড়ে বাঁচতে।
আমি বস্তুবাদী প্রেমিক নই।
একটি স্থান,একটি ঘটনা,
একটি মানুষ বারবার আমার
মাথায় ঘোরপাক খায়
আমি রাতে ঘুমোতে পারি না।
যদিও বা ঘুমোতে চায়।
আমার ব্যাকুল মনের তৃষ্ণা
মেটাবে কে?
আমি কেনো এতো একা?
আমার ভীতর বাহির বড্ড নীরব,
নিভে যাওয়া প্রদীপ এর মত।
আমার নিজেকে শান্ত লাগে।
আমি বাস্তবতা কে মেনে নিতে চায়।
আমি পারিনা, আমি পারিনা
আমি বার বার হেরে যায়।
আমার মনের আকাশ জমাট বেঁধে।
হয়ত বৃষ্টি হয়ে ঝরলে সব মরে
যেত, সব মরে যেত,
যেত বইকি!