মাটিতে মোরা প্রাণ খুঁজেছি
মাটির করি যত্ন
মটির মানুষ, মাটির বাড়ি
মাটিই অমুল রত্ন ৷
সমাজ মোদের নাম দিয়েছে
নামেই আছে দয়া
কেউ যে বলে গরীব চাষি
কেউ বা বলে চাষা ৷
চাষি বন্ধু নাম ও আছে
বন্ধু কারোর নই
বন্ধু যদি হতাম তবে
পাশে দাড়ায় কই?
মোদের নামে রাজনীতি আর
ভ্রষ্টাচারি ,
করছ কর ভাই ৷
একথাটিও মনে রেখো-
মাটিই মোদের জীবন মরন
নেই যে আর উপায়!
নেতারা সব শোনো সবাই-
মোদের নামে ,দেশের নামে
করছ ভন্ডামি ৷
মোদের জীবন বিপন্ন করে
হচ্ছ নিজে ৠণী |৷