বেদনা, এখানে তুমি এসো না।
নিঃশ্বাসে বসে গেলে ভ্যাট-
তা-ও যাবে চলে,
যেটুকু আছে আশা
বাঁচার।