অদ্ভুত এক সুনামি দেখেছে
শহরের রাজপথ।
বারুদ, গুলি, মৃত্যুর রঙ জড়ো হয়ে
লাল স্লোগানে ঢাকা পড়েছে ঢাকার দেয়াল।
পুরনো লেখা, পোস্টার, পুরনো সময়
মুছে দিয়ে সোমবারের শিশুরা
লিখে গিয়েছে-
ফাঁসি চাই!
নিমিষেই ভূমিকম্পের মত কেঁপে ওঠে
গুলিস্তান, ধানমন্ডি, বিজয় সরণী।
স্তম্ভ ধ্বসে গেলে খসে পড়ে
সংসদ কিংবা আর যা কিছু আছে অলঙ্ঘনীয়।
ধ্বংস যত ব্যাপকই হোক, কংক্রিট ঠেলে
মাথা তুলে দাঁড়ায় নতুন চারা।
পায়ে পায়ে হেঁটে আসে রোববারের শিশুরা।
দেয়ালে দেয়ালে একটি শব্দ, কেবল
'না' জুড়ে দিবে ঢেউ ভাঙা ত্রিকালদর্শী-
ফাঁসি চাই না!
স্বাধীনতা জাদুঘরের সামনে
চশমার কাঁচ মুছতে মুছতে দেখি,
রোদের রাস্তা জুড়ে হেঁটে আসা তরুণরা
চোখ থেকে সানগ্লাস সরিয়ে নিয়েছে।
সোমবারের শিশুরা কত দ্রুত বড় হয়ে গেছে!
না আগুন, না ধ্বংস, না মৃত্যু, না বিদ্বেষ-
কিছুই সঙ্গে করে ফেরেনি তারা।
পদযাত্রা শেষ হলে,
তাণ্ডবচিহ্নের সামনে হাঁটু গেড়ে বসে
প্রজন্মকে অভিবাদন জানাবে, সোমবারের শিশুরা।