যখন ঝড় আসে, নুয়ে পড়ে
অপেক্ষা করো।
বাতাসই ভাসিয়ে নিবে আকাশ ঢাকা কালো মেঘ।

বিচলিত হইও না, অন্ধকারে লড়তেও যেও না।
যে সুদিন ফেরানোর প্রতিজ্ঞা করে,
ঝড় কিংবা দুঃসময়ে শক্তিক্ষয় তার কাজ না।
এটাই বিশুদ্ধতম রাজনীতি।

যখন রাশি রাশি বৃষ্টি ঝরে পড়ে
তখন, অপেক্ষা করো।

ধ্বংসমুখী শক্তির সামনে বৃক্ষ হও,
প্রাচীর হইও না।
পাড়া কাঁপানো ঝড়ের মত দুঃসময়
নিজেই নিজেকে শেষ করে ফেলে।
বেঁচে থাকো, নিজের বিনাশ ডাকা বীরের কাজ না।

দুর্গ রক্ষা করো।
যেমন আমি নিজেকে রক্ষা করি, প্রিয়তমা।
যখন তুমি ঘরময় ঝড় তুলো,
তোমার শব্দবোমার জবাবে আমারও কিছু বলার থাকে।
তোমার হৃদয় আর বাগযন্ত্র তালুর মত চেনা বলেই,
চুপ থেকে আমি অপেক্ষা করি, ভালোবাসার!

সূর্য ডুবে গেলে, অপেক্ষা করো।
সময়ই বয়ে নিয়ে আসে নতুন ভোর।
বৃষ্টি ঝরে গেলে মাটিতে যেমন জাগে নতুন প্রাণ,
দিগন্ত আলোকিত করে আসে রৌদ্রজ্জ্বল আকাশ;
আর ঝড় ভাঙা ডাল মেলে ধরে সবুজ পাতা।

মনে রেখো- ঝরে পড়া শস্যদানা
অপেক্ষা করছে, মহিরুহ হবে বলে।
কলিসমেত নুয়ে পড়া গাছ,
প্রস্তুতি নিচ্ছে, মাথা তুলে সুবাস ছড়াতে!