আমার একটা পোষা পাখি ছিল
যে আমার হাতে হাতে থাকতো
আমার শরীর জুড়ে খেলা করতো
আমার সাথে কথা বলতো
আমার দু:খে আমার স্বাথ দিত
আমি তাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়েছিলাম
আবার দুজনে মৃত্যু আলিঙ্গন করতে ছেয়েছিলাম
সে বাসা বেঁধেছিল আমার তরে
আমরা থাকতাম পাশা পাশি
সে আমায় গান শুনাতো
তার কন্ঠের গান আমাদের উজাড় করেদিত
দুজনের আপন পথে
একদিন সে বাসা ভাঙ্গা দেখলাম
তাকেও দেখলাম না
ভেবেছিলাম আমার কোন ভুলে
সে বাসা ভেঁঙ্গে গেছে
সে হয়তো অভিমানে কোথায় লুকিয়ে আছে
পরে বুঝলাম সে নেই আমার কাছে
দূরে কোথায় উড়ে গেছে আরেক অজানা গন্তব্যে
সে ভেবেছিল আমার আগাতে সব ভেঙেছে
আমিতো ভাঙ্গতে পারিনা আমাদের ভালবাসার নীড়
এটা আমি করিনি করেছে
আমি করিনি করেছে
বুঝনি তুমি বুঝবে তুমি
যদি আমাদের ভালবাসাকে প্রশ্ন কর ......