তুমি স্বপ্ন দেখ?
স্বপ্ন কে না দেখে সবার স্বপ্ন তো প্রাপ্তি হয় না।
আগে দেখতাম এখন দেখিনা,

কেন?
গরিবের স্বপ্ন দেখতে নেই,
গরিবের স্বপ্ন হলো খোলা আকাশের নিচে এক ফালি কাচের টুকরো যখন তখন ভেঁঙ্গে যেতে পারে।
তাই এখন আর দেখিনা
যাকে নিয়ে দেখার সূচনা করেছিলাম সেটা এখন কাল্পনিক গল্প হয়ে গেছে,
সেটা বিলিন হয়ে গেছে সেই দূর আকাশে।

কল্পনা কর?
কল্পনা কাল্পনিক
কল্পনা করাটাই বোকামি
কল্পনা কল্পনাতে রাখা ভাল
কল্পনা নিয়ে বাহির জগতে হাঁটা হলো উন্মাদনা, পাগলের একটা ছায়া, আমাদের মত মানুষের কাছে।

আশা কর কিছু ?
আশা নিয়েই তো হাটছি এ পথে অর্ধেকটা ফেলে এসেছি বাকিটার জন্য ছুটছি আগে অনেক আগে,
হয়তো সামনে পাব তারে মৃত্যুর  আলিঙ্গনে।