সেটা কি তুমি ছিলে সেদিন ?
যখন ভালবাসার সূচনা করে ছিলাম দুজনে,
স্বপ্নে ভালবাসার ঘর বুনেছিলাম,
হাতে হাত রেখে প্রতিজ্ঞা করেছিলাম,
জীবনের সুখ দুংখ ভাগ করে নিবার,
আজ...............
আমি না হয় ভালবাসিনি তোমায় তুমি তো ভালবেসে ছিলে আমায়,
তবে কেন দূরে চলে যাওয়া তবে কেন চিরতরে ভুলে যাওয়া,
জীবন সংগ্রামে আমি এক পথ হারা পথিক,
আজ যখন পথের সন্ধানে ঘুরছি আমি তখন তুমি আমাকে নিংশ করে তোমার ভালবাসার মানুষ কে হত্যা করে চলে গেলে।
আমাদের ভালবাসার ভিত্তি কি এতই দূর্বল ছিল যে একটু আঘাতে সব ভেঙে চুরমার হয়ে গেছে।
নাকি সেদিনের সবটুকু তোমার অভিনয় ছিল,
মুখে আশার বানী দিয়ে অন্তরে বিষ বুনে রেখেছিলে,
সময় সুজুক বুঝে সেই বিষ ডেলে দিলে তোমার ভালবাসার মানুষের শরীরে,
তাই আজ নিয়তি কে ভরসা করে চলতে হচ্ছে,
চলতে হচ্ছে নিজে নিজেকে ঘৃনিত একজন মানুষ মনে কর,
এভাবে কি সমাজে অবহেলিত মানুষ হয়ে বেঁচে থাকবো,
আমাদের চাওয়া সব সময় কি অপূর্ণতা থাকবে?
কেন আমরা ছলনাময় হতে পারি না......?