গুলির শব্দে ঘুম কেটেছে
পাকহানাদের নির্যাতন দেখেছি
ছেলে হারা মায়ের কান্না শুনেছি
ধর্ষিতা বোনদের ওই আতংকিত চেহারা দেখেছি
কত অমানবিক মৃত শহীদ ভাইদের দেখেছি
নিজেকে ভয়ে দুকতে দেখেছি
সময় সময় মনের ভিতর সাহস জুগিয়েছি
আবার নুয়ে পরেছি
শেষ বিবেকের তাড়নায় হাতিয়ার নিয়েছি
পেয়েছি স্বাধীন দেশ, বাংলাদেশ
আবার দেকতে হচ্ছে সেই দিন
দেখতে হচ্ছে ধর্ষণ
দেখতে হচ্ছে খুন
দেখতে হচ্ছে ছেলে হারা মায়ের কান্না
তবে কি স্বাধীন নই আমরা ?
তবে কেন স্বাধীনতার নামে
৩০ লক্ষ শহীদের রক্তের এই হলি খেলা
তবে কেন স্বাধীনতার নামে
শিকল হাতে বন্ধি আমরা
কোথায় আমাদের স্বাধীনতা ?
এর নাম যদি হয় স্বাধীনতা তবে
আমি এই স্বাধীনতা চাই না
আমাকে আমার মত করে কথা বলতে দাও
আমাকে আমার মত করে চলতে দাও
আমি রাস্তায় দাড়িয়ে চিৎকার করে বলবো
আমি স্বাধীন আমার দেশ স্বাধীন
ধর্ষিতারা পালিয়ে যাও
খুনিরা পালিয়ে যাও
আরেক বার বিবেককে তাড়িও না....