তোকে বৃষ্টি দিলাম সৃষ্টির বুকে
ভালবেসেছিলাম বুক ভরে
সুখ দিয়েছি আপন মনে করে
তবে ব্যথা দিয়েছিস কি ভেবে
এখন অন্ধকার এ জগত জুড়ে
আলো শুধু তোর সাথে খেলা করে
আমি এখন মুখ লুকাই
আলোর ভয়ে দৌড়ে পালাই
আলো যে আমার সর্ব নাসা
তাই অন্ধকারে জীবন খাশা
সুখ যেহেতু তোর সাথে
একটু না হয় সুখই দিতি
দুঃখে কেন ছুঁড়ে ফেললি
দুঃখই যার জীবন সাথী
দুঃখ আমার আপনই ছিল
তাই আপন ভেবেই টেনে নিলাম
এখন দুঃখ আমার জীবন সাথী
দুজন মিলে কান্না করি
আবার মিলে খেলা করি
দুঃখ বলে আমায় ছেড়ে গেলি কেনরে ভাই
কেনই বা ফিরে এলি,
সুখ গুলো এক মরিচিকা
ক্ষনে থাকে ক্ষনে চলে যায়।