অন্তঃলোকের শয়ন ঘরে তন্দ্রা ঘোরে সজনা,
সৃষ্ট ধরায় ভানুর ডাকে গাছের শাখে অহনা;
প্রান্তিক সুরের মাল্য গলে উষা জ্বলে আপনা,
সৃজন প্রেমে কুসুম খুশি মধুর হাসির মোহনা।
প্রণয় সুখে হৃদয় ভরে বেদন ডোরে সমর্পণা,
চন্দ্র শীতল ভাসছে স্রোতে রবি'রথে আনমনা;
দীপ্ত আলো পত্রে মেখে বীজন বাঁকে উন্মাদনা
রঙিন ঘুড়ি হৃদ গগণে পবন সনে মেলে ডানা।
তাঁহার তরে সর্পি মালা ধরি তাঁহার খেয়ার দাঁড়
মিঠা কিরণ জ্বালবে মনে প্রফুল্ল এই মন বাহার;
বনস্পতির নূতন লতায় দোদুল্যমান নিশাকর,
হরিৎ ধানে ভিড়ে নিশি জ্বেলে আলো প্রভাকর।