এসো মোর শিয়রেতে, বসিয়া গাহো আজ
নব দিনের উৎসবে, ভুলিয়া সকল লাজ ;
কোকিলের কুহুতানে, পলাশ কুঞ্জবনে
রঙিলা স্বপন ভরা অশোকের সাঁঝ।

তোমা হতে এ জগতে পাইনে কিছু আর
জাগায়ে মনের কোণে বাজায়ে গো সুর তার।
পাকা ধানে রোদ পড়ে, পবনে ছড়া নড়ে,
নতুন বেলার ক্ষণে সেজেছে বাহার।    

নব দিনের উৎসবে করিও বরণ।
নিষ্প্রাণ হয়িছে মোর দেহ আনমন
তাহা হতে বহু দূরে, পাও যদি খুঁজে মোরে
দেখিবে,
সুখের তারা জ্বালিছে পূবের গগন।

আজো প্রভাতে তিমির হনন করলো নতুন দীপে,
পূব আকাশে ঝলক ফেলে হাসছে টিপেটিপে ;
নব দিনের নতুন সাজে, নামুক খুশি পাগলা বেশে,
দুঃখ সকল উতরিয়ে দেখ আসবে খুশি নতুন দেশে।