আমার মেঘে ঢাকা শহর, তার বিষন্নতার গান
এক'পা, দু'পা এগিয়ে এসে ছুটে চলা অভিমান।
প্রেমিকের ঠোঁটে বাজছে বীণা প্রভৃতির আওভান
- বাঁশির বুকে শক্ত চুমু ক্লেদ মাখা দারোয়ান ।
;পরিচিত বই পাড়া,
বইয়ের পাতার প্রাচীন মলাটে মনের সঙ্গম হারা।
উষ্ণ হাসির জোয়ার তোলা জাকির মামার মুখ
পুরান বইয়ের উইয়ের ঘ্রানে জমানো যতো শ্লোক।
তারা আজো বহুদূর,
কবে আসবে নতুন ভোর?
লালবাসেতে আড্ডা জমিয়ে মুখরিত চারপাশ
দুপুর রাতের ছেলে সভায় কুকুর ভীত ত্রাস।
স্ট্রিমার ঘাটের আলো ঝলমল শরত সিক্ত রাত
তুমি নগরী সন্ধ্যে ক্ষণে ধরেছো নবীন হাত।
শাপলা পাতার পিঠে চলেছে হরেন শব্দে খেলা
বলাকা, ইলিশ, নবাবী পানে কলুষিত মন দোলা।
সেই সরোবরে আজ,
একাকী নামে সাঁঝ !
চায়ের টঙে হচ্ছে না ভীড় কিশোর নবীন দলে
আবারো সাঁজবে বোবা শহর গোলাপ রাঙা ফুলে।
শাহবাগ সন্ধ্যায় হাত রেখে হাঁটা দু'দিনের যাদুকর
আবার ফিরবো টুটু-দলেতে কাটিয়ে দিনভর।
বাংলা মোটর আজো জমকালো মৃত কবিদের ঘ্রানে
ফাগুন সন্ধ্যায় জীবিত তারা আবৃত্তি মাখা ক্ষণে।
ছবি তোলার আজ বৃথা অপেক্ষায় দাঁড়িয়ে এলোকেশ
বাতিঘর খেলে নানান পর্দায় পাঠকের সমাবেশ।
সেই স্মৃতিতেই আজ,
গাইছি বিরহ গান
প্রাচীন নগরের ফটক খুলুক
ঢুকতে চাইছে প্রান।