পাখি উড়ে আকাশ ফেড়ে
মুক্ত প্রাণে মায়ের কোলে ;
রঙিন স্বপন তুলছে গো সুর
ভাসছে নয়ন আলো জ্বেলে।
পাগলা হাসি হাসছে শ্যামল
মাটির গন্ধে নেশার ঘোরে ;
সুরের পাখি একলা বসে
গাইছে গো গান মধুর সুরে।
কলা পাতার সবুজ আলো
দম লাগানো পুঁতি খুলে ;
ইতিহাসের গা বেয়ে আজ
নামছে সৈন্য মর্ত্য তলে।
সভ্য ঘরে ঝুলছে তালা
নগ্ন নৃত্যে ভূবন দুলে ;
মহাবীরের ক্রান্ত কীর্তন
ভাঙছে নিয়ম অন্তরোলে।