কলহের আঁখিদ্বয় ভরে ভরে চায়,
নির্জন তমালেতে দেখিবারে হায়
তব সুখে দিশেহারা মেঘ মল্লার
বুকে ধরে এ দাসেরে নিয়ো গো জড়ায়।
তোমা সুরে গাই বারে প্রণয়ের গান
সর্বনাশা কাঁদে বিষাদ ঝরায় ;
রস-জবা ধরিয়াছে মম আঁখি ফুল
নাথ মোর,তোমা পথে হাঁটিবার চাই।
ওগো প্রেম ভালোবাসি, মম অধরায়
তোমা নামে সুর জপি একাকী মায়ায়;
সতী দেহ নাও প্রিয় তব নয়নে -
আঁধার নিশিতে ডাকি আমি এ ধরায়।