রাশি রাশি শূন্যতা বইছে বিকেল'
সন্ধ্যার কালো আঁচ করতে হিসেব
উড়ো হাসি দিগন্তে ডাকে সমাবেশ
লালচে বৃত্ত দেয় মোহ সাইকেল।
বৃত্তের ধার ধরে করি বসবাস -
নাদুসনুদুস পায়ে পাড়ি দেই সব
উপ নামে গোলকে কবি কলরব
ছুঁচখানি মৃত্তিকায় অভাগীর ত্রাস।
পিঁপড়ে ধনের নিচে আসিয়া ফুঁপায়,
'বড়বড় জনাবে পেটে দেয় ভাপ
আঁধারে নিমজ্জিত লোভীদের শাপ'
চিনিকল ভেঙেছে আমাদের দায়!
তুলো গুঁজে লিখিয়া ছিঁড়িয়া সকল
লিখি দিঘি, বটগাছ প্রতীকের গান,
উসখুস যতোবারই করুকনা প্রাণ
মরুক যতো ছিলো ভোগী-পাটকল।
দ্রোহ যত চাপা আছে বিপদের তর
মনেতে মেঘ রূপ সেজেছে গগন
ভারী হয় দিনে দিনে ডাকিয়া শ্রাবণ
দেশ রণে পাব এক জাতি তৎপর।