দিগন্তে চাঁদ হেসেছে মুক্তো কেশে মনের আঙিনায়
সাওয়ালের বাঁকা শশী, খুশির হাসি ঝরছে এই ধরায়।
পবিত্র রামাদের আজ হলো গো শেষ জ্বেলে শশী ফুল
তবে হায় খুশির বেগে বাঁধ ভেঙেছে মৌমাছি ব্যাকুল।
চাতক -এ মেলে পাখা গাহে গজল মধুর সুর ছড়ায়।
অমনি আম্র ঘ্রাণে জানান দেয় আজ আসছে খুশির দিন
আজো মোর কাঁপা ঠোঁটে জপছে রে গান অন্ত নিশিথিন।
দখিণা পবন বহে পত্র কাঁপে দুঃখ সব সরায়।
কবে যে ডাকবে মুসলিম আসতে মাঠে নামাজ পড়িবার,
সেদিন তাই আঁখি খুলে হবো রে ভাই খুশির শরিকদার।
হাতে-হাত মুসাফা কর আলিঙ্গনে বুকে বুক মিলায়।