মহিমান্বিত রাতের ধরায় পাঠালে নূরানী গ্রন্থ
সৃষ্টি সুখের অন্বেষণে খুঁজি তাহার অন্তঃ-রর্থ;
হাজার মাসের পুণ্য সামিল এই রজনীর কার্য
তসবি জপে প্রভুর  নামে পাই তাঁহার ঐশ্বর্য ।

তাঁহার আজ্ঞায় স্বর্গীয় দূত আসে ধরার বুকে
যবে প্রার্থনাতে বসে মোমিন কাঁদে ধুঁকে ধুকে;
দুরুদ শরীফ পাঠে তুমি আসো দাসের সমীপে
অন্ত রাতে ধরা ভুলে দাসে তোমার নাম জপে।

শুভ্ররেখার  পূর্ব নিশি  করিলে পবিত্র যামিনী ;
সৃজন প্রেমে তোমার তরে ডাকি সারাটা রজনী।