আঁধারের পেখম পরে সেজেছে রাত,
মেলছে ডানা নিস্তব্ধতা, একাকী পথ।
       সেই পথে মৃত্যুর ঘ্রাণ ভাসে
                             বাতাসে,
সন্ধ্যের ক্ষণিক আগে,
                    গন্ধরাজে।
ভরে গেছে স্তব্ধ ধরা,
                 পাল্টেছে গান
কোকিলের গলায়,
          স্নিগ্ধতা বদলেছে।

আত্মহুতির রশি ধরে নামছে ভোর ,
দৌড়োয় রাত-ঘুম
         কালেদের ঠোঁটে ;
বেতারে বেজে বেড়ায়
                     তারা খসার সুর।
একে একে বয়
                 মৃত্যুর জয়,
বাতাসে মিশে
       যোগিনী প্রাণে।
মার্জারী গেয়ে যায়
                 নবম হৃদয়,
একে একে আসে ভেসে
       দেবতার কানে।
নীরবতার গান
        গাহিয়া পরান
দেখে সন্তর্পণে
            আপন বিজয়।

অভাগী মহাবিশ্বে আজ নেমেছে গোধূলি
মুখ থেকে বেরোয় কথা,
            ডেকে অসীম বিধাতা
জানলা খুলে চক্ষু জলে
                           নিজেকে ভুলি।
আসছে সে,
        মাড়িয়ে ধুলি, সাজিয়ে বাহন
    নিজেই বঁধু বেশে।
এপার থেকে নেবে ওপার
        মেলছে ভোরের আঁখি সবার
নরম গলায় পাশে ডেকে
                 বুলিয়ে নরম কেশে।