ঘুম খুঁজি আজ ক্লান্ত নয়নে,
অহেতুক কল্প ভরা ঝাঁঝরা সকাল।
মিহির আলো জ্বেলে দ্বার কোণে
সম্পর্ক বিষে ভরা ভাঙা কপাল।
সাদা নরম শীতল মেঘে ছেয়ে গেছে ভোর ;
শুভ্র আলোয় মিলছে দেখা রাস্তার বাঁকা মোড়।
গ্রীষ্ম কাঁপে ভোরের শীতে জুবুথুবু ঠোঁটে ;
কোকিল সুরের গাঁথছি মালা ধরে মুঠে মুঠে।
ভেজা নীলে শান্ত মাটি, পরনে তার ফুল
জারুল বনে ঘনঘটা, হিজল যাচ্ছে কোল।
সুপ্ত মাটির গন্ধে ভরা কৃষ্ণ লালের দেশে,
গুল্ম বৃক্ষে মাধবীলতা, হাসছে রাণীর বেশে।
পাকা ধানের আঘ্রাণে আজ ঝরছে খুশি চোখে,
নিথির বিশ্ব এবার বুঝি জাগবে নিধি'র সুখে।
রাখাল, গরু চলছে সবে মুক্ত মাঠের পানে ;
কচি কিরণ মেখে গায়ে, কোমল শিশির স্নানে।
নিশ্চল জলে পড়ে সলীলের ছায়া,
প্রকাণ্ড ঘনঘটে মেঘেদের মায়া ;
মৃদু হাসি আম বনেতে করে আসা যাওয়া
গ্রীষ্মে করে আনাগোনা ফাগুনের হাওয়া।
ঘেঁটুবনে লালে লালে মিশে যায় রোদ
গরজিবে এ ধরাতে বৈশাখী ক্রোধ।
পাখা মেলে হাসে আজ দেবদারু বনে
ক্লান্তি সব যাবে ভাসান মেঘেদের সনে।
তেঁতুল বনে মেঘ ফোঁটা নামছে ভেঙে কূল
আম্র ঘ্রাণে মাতাল হয়ে বৃষ্টি স্নানের রোল।
বিন্দু মেঘের হৈ-হুল্লোড় কচু পাতার বুকে
ঘাসফুলেতে খুশির জোয়ার ঝরা বৃষ্টি মেখে।