নরম দেহের বুক ছিঁড়ে যায় ঝড়ে
এলোমেলো সাঁঝ-সকালের রোদ ;
বৈশালীতে সিংহ রাজা মন ফুঁপিয়ে কাঁদে,
রাস্তায় মেশে মেঘের কালো শোক।
সবুজ ভেঙে ঝড়ছে মাটির পিঠে
ঝড়ের ক্লেদে ডুবছে বাঙলা বন ;
রঙিন তুফান ঝাপটে ডানা ফেলছে কান্না বুকে,
কৃষক ধুঁকে মনের কোলাহল।
পাকা ধানের ভান্ডারে আজ কোপ,
আম বাগানের গাছের সারির দল
ভরা জলে গেছে চলে বৃক্ষ শস্য রাশি
ধরা কাঁদে শোকের অন্তঃরোল।
বইয়ের বাজার গেছে সব আজ ভেঙে
জল স্তুপে নীলচে মাঝির বই,
রিকশাওয়ালার অটোখানা কোথায় খয়ে গেছে,
ডাস্টবিনে তার ঝংকার পড়া মই।
দিশাহারা পাখির দলে ধেয়ে
জুটছে ছাদের তলায় বাঁধা ঘর ;
নিষ্পাপ গলে গাহে শালিক করুণ মধুর বাণী,
গ্রীষ্ম জ্বালে মেঘের নিশি ভোর।
সূর্য জাগবে নতুন সুভাষ ভরে
ফুটবে হাসি রোদেলা দুপুর ;
ক্ষত জমবে পলি মাটির সরে
হাসি মাখা কুমারের মুকুর।
নতুন ধরা উঠবে জেগে কল্লোলের সুখে,
মাছে ভরবে বাগানের পুকুর।