আমায় দেখেছিলে কখনো
         মিঠা পূর্নিমার দেশে?
দাঁড়িয়ে ছিলেম তোমার তরে
        চোখের কোণে হেসে।
প্রাচীন গরম-মশলার ঘ্রাণে
                 উদ্ভাসিত প্রাণে;
তোমায় দেখার রণে
           ঝরেছিল বেশ রক্ত,
  ধারালো বেত কাঁটা ফুটে।
সেখানেও ছিলো জোনাকির আলো
বটের নিচের নিশীথ কালো,
তোমার অনুবাদ ভরা ঠোঁটে।
আঁখিতে তোমার সন্ধ্যা তারা
             যৌবন খুশির মেঘে
ঢেকে তোমার লাজুক হাসি
                 মিথ্যে অনুরাগে।
ও-বেলা পাইনি তোমার দেখা
হাজার বছর কাটান গেলো
             বিরহে একা একা।
তোমার প্রেমের অন্তঃ ডোরে
         জড়িয়ে আকুল প্রাণ
ষষ্ঠী রাতের পূর্ণিমাতে
             দুঃখ যাক ভাসান।
তবে, তুমি আসলে ফিরে,
নিমের তলের ঘোলা জলে
যেথায় আজ মোর ঘর;
       ফোটো সেথায় পদ্ম জলে
     দেখবো আমি;
                সারাটি দিনভর।
ইশান-ভাসান সূর্য রাগে
             জ্বালে সিংহাসন
দুপুর রাতের কুন্ঠিতা মোর
                 হৃদয় পদ্মাসন।